সমাজের আলো : ‘মা’ পৃথিবীর সবচেয়ে ছোট শব্দগুলোর একটি। তবে এই ছোট শব্দটিই পৃথিবীর সবচেয়ে মধুর এবং বৈশিষ্ট্যমণ্ডিত। বিশ্বের সকল নারী হয়তো মাতৃত্বের স্বাদ উপলব্ধি করতে পারে না তবে অধিকাংশ নারীরই সেই সৌভাগ্য হয়। আর তাই প্রথমবার নারীত্ব আর মাতৃত্ব এক হওয়ার অনুভূতি পৃথিবীর সকল অপ্রাপ্তিকে হার মানায়।
তবে এর উল্টোটাও ঘটে কখনও কখনও। কোলজুড়ে সন্তান এলেও পারিপার্শ্বিক নানা বাস্তবতার কারণে অনেক মা তাকে বুকে আগলিয়ে রাখতে পারেন না। কিন্তু তাই বলে সন্তান জন্মের পরপরই সাত-পাঁচ না ভেবে রাতের অন্ধকারে নবজাতককে মাঠে ফেলে দেওয়া!এই পরিস্থিতিতে হয়তো ওই নবজাতকের বাঁচারই কথা ছিল না। ছেলে না হয়ে মেয়ে হওয়ায় নবজাতক শিশুকে মাঠের মধ্যে ফেলে গিয়েছিলেন মা। আর ‘পরম স্নেহে’ তাকে রাতভর আগলে রাখলো একটি মা কুকুর।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তীশগঢ়ের মুঙ্গেলী জেলার সরিসতাল গ্রামে। এ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য, বিস্ময়ে আচ্ছন্ন গোটা গ্রাম। সোমবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ এবং ইন্ডিয়ান এক্সপ্রেস।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *