যশোর প্রতিনিধি মাথাভাংগা – ভৈরব নদে নদী সংযোগের স্থান ও পানি প্রবাহের পথ চুড়ান্ত করার জন্য এক প্রতিনিধি দল সরেজমিনে এলাকা পরিদর্শন করেন। সারাদিন পরিদর্শক দল খুটিয়ে খুটিয়ে সম্ভব্য স্থানগুলি দেখেছেন ও আলোচনা করেছেন। পরিদর্শক দলে ছিলেন,পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী (নকসা) হারুন উর রশীদ, প্রধান প্রকৌশলী খুলনা মোঃ রফিকুল্লা, তত্বাবধায়ক প্রকৌশলী খুলনা মাহফুজুর রহমান,নির্বাহী প্রকৌশলী যশোর তৌহিদুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী চুয়াডাঙ্গা জাহিদ,আই ডব্লিউ এম এর অতিরিক্ত নির্বাহী পরিচালক জহিরুল হক খান ও সহযোগি বিশেষজ্ঞ নাহিদুজ্জামান, দক্ষিণপশ্চিম অঞ্চলের নদী আন্দোলনের অন্যতম নেতা কমরেড ইকবাল কবির জাহিদ,দর্শনার নদী আন্দোলনের আহবায়ক জনাব আকমত আলী,কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের শরীফ আগা খান প্রমূখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *