সমাজের আলো : বিজয়ের পঞ্চাশতম বার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। একসঙ্গে হাজির হয়েছে এই দুই মাহেন্দ্রক্ষণ। শূন্য থেকে শুরু হওয়া বাংলাদেশ আজ পূর্ণতার পথে। দারিদ্র্যপীড়িত দেশের কাতারে থাকা বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। প্রবৃদ্ধি, উৎপাদন, অর্থনীতিতে ঈর্ষণীয় সাফল্য এসেছে ৫০ বছরে। নারীর ক্ষমতায়নে অনন্য এক নজির সৃষ্টি করেছে বাংলাদেশ। শিক্ষা, যোগাযোগ অবকাঠামোতেও এসেছে ব্যাপক পরিবর্তন।রাজনীতি, সুশাসন আর বৈষম্যের ঘাটতি বাদ দিলে পঞ্চাশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে অনন্য এক উচ্চতায়। অর্জন, সমৃদ্ধির নানা উপাখ্যান আর প্রত্যাশার বিশাল ফর্দ সামনে রেখে আজ বিজয়ের পঞ্চাশতম বার্ষিকী পালন করছে বাংলাদেশ। একইসঙ্গে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানমালার সমাপনী হচ্ছে আজ। এই দুই উপলক্ষকে ঘিরে উৎসবমুখর পুরো দেশ। আজ আনন্দে উদ্বেলিত হওয়ার দিন। মহান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। পঞ্চাশের অর্জনের উপর দাঁড়িয়ে আগামীর প্রত্যাশা পূরণের বজ্রমুষ্টি শপথ নেয়ার দিন। বৈষম্যের প্রাচীর মুছে দিয়ে সাম্যের দেশ গড়ার প্রত্যয়ে জেগে উঠার দিন।পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপিত হয়েছে গত মার্চে। আজ বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী। এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। বিজয়ের পঞ্চাশ বছরে কেমন দেশ পেয়েছি আমরা? প্রত্যাশাই বা কি ছিল? এমন প্রশ্নে বিভিন্ন খাত বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ের অনেক অর্জন ঈর্ষণীয়। তলাবিহীন ঝুড়ির খ্যাতি পাওয়া এক সময়ের বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। গতিশীল অর্থনীতি রোল মডেল হয়ে উঠেছে অন্য অনেক দেশের জন্য। যেই পাকিস্তানের শোষণ যন্ত্রণা থেকে বেরিয়ে স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাংলাদেশ সেই পাকিস্তান এখন বাংলাদেশকে অনুসরণের কথা বলছে। আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে স্বকীয়তার পরিচয় দিয়ে যাওয়া বাংলাদেশ এখন বিশ্ব নেতৃত্বের চওড়া নজরে। এতসব অর্জনের বিপরীতে বিশেষজ্ঞরা বলছেন, আগামীর বাংলাদেশ সম্ভাবনার এক বড় ক্ষেত্র। সময় আর সুযোগ কাজে লাগালে সামনের বাংলাদেশ হয়ে উঠবে আরও অনন্য। সম্ভাবনার বড় ক্ষেত্রটি এই দেশের তরুণ প্রজন্ম। তাদের সুশিক্ষা আর খাতভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ করে দিলে স্বাধীনতার আসল সাফল্যটি তাদের হাত দিয়ে ধরা দেবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *