যশোর অফিস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর খ সার্কেলের সদস্যরা ৪১০ পিস ভারতীয় নিসিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ অন্তর দেবনাথ (২২) নামে এক যুবককে আটক করেছে। অন্তর সদর উপজেলার চুড়ামনকাটি সনাতন পল্লী মালোপাড়ার সঞ্জয় দেবনাথের ছেলে।
মাদক দ্রব্যের কর্মকর্তরা জানিয়েছেন, বুধবার বিকেল ৪টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে অন্তরকে আটক করা হয়। পরে ওই ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

