সমাজের আলো: মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ৫ বোতল ফেনসিডিলসহ আসাদুল ইসলাম (৩৫) এক যুবক আটক হয়েছে। সে উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের লিয়াকত আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) পুরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে বুধবার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত যুবকের বাড়ী থেকে এ ফেনসিডিল উদ্ধার ও তাকে আটক করা হয়। এঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) পুরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-১৪(২)২১ দায়ের করেছেন।

