সমাজের আলো :-সাতক্ষীরা সদরের দক্ষিণ ফিংড়ী গ্রামের শাহরিয়ার হোসেন রাজের তান্ডবে দিশেহারা হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। প্রকাশ্যে মাদক সেবন করে সন্মানী ব্যক্তিদের সন্মানহানী, এলাকায় চুরি ও ইভটিজিংসহ নানাবিধ অপরাধমূলক কাজে জড়িয়ে স্থবির করে তুলেছে ওই জনপদকে। অভিযোগ রয়েছে, সে মাদক সেবনের পাশাপাশি স্কুল পড়ুয়াদের উদ্বুদ্ধ করে মাদক গ্রহণ করতে। তাছাড়া সংঘবদ্ধভাবে স্কুলছাত্রীদের যাতায়াতের পথে ইভটিজিংসহ আপত্তিকর কথা বলে উত্তক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সুশিল সমাজ তার এসকল অপরাধমূলক কর্মকান্ডে বাঁধাপ্রদান করলে জীবননাশের হুমকি দিতে পরোয়া করেনা সে। এদিকে, শুক্রবার (২৫ এপ্রিল) একই এলাকার ফজর আলীর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণ করে শাহরিয়ার হোসেন রাজ। পরবর্তীতে ওইদিন গভীর রাতে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী সরকারি জরুরী সেবা ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগীতা চাইলে, পুলিশের একটি টিম তাকে উদ্ধার করেন। ঘটনার পরদিন ওই স্কুলছাত্রীর বাবা ফজর আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলার আসামীরা হলেন, দক্ষিণ ফিংড়ি গ্রামে রশিদ ঢালীর ছেলে শাহরিয়ার হোসেন রাজ, রাজের বাবা আব্দুর রশিদ ঢালী অরফে বড় খোকন, রশিদ ঢালীর স্ত্রী রাফিজা খাতুন ও রাজের চাচা শহীদ ঢালী অরফে ছোট খোকন। এঘটনায় মামলার তিন নম্বর আসামী শহীদ ঢালী বর্তমানে কারাগারে রয়েছে। তাছাড়া প্রধান আসামী শাহরিয়ার হোসেন রাজ পলাতক রয়েছে বলে জানা গেছে।
শাহরিয়ার হোসেন রাজের মাদকগ্রহণের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে অনেকে মুখ খুলেছেন। অনেকে তার অপরাধ কর্মকাণ্ডের চাঞ্চল্যকর বর্ণনা দিয়েছেন।
স্থানীয় নয়ন হোসেন জানান, রাজ প্রায় সময় এলাকার বিভিন্ন বাগানে গিয়ে গাঁজাসহ অন্যান্য মাদক গ্রহণ করতো। স্কুলপড়ুয়া ছাত্রদের সে বিভিন্ন সময়ে তার সাথে সঙ্গ দিতে বাধ্য করতো। তার কথা না শুনলে মারপিট করতো। মাদক সেবনের পাশাপাশি সে অল্প বয়স্কদের কাছে একাধিকবার মাদক বিক্রি করতে গিয়ে স্থানীয়দের বাঁধার সম্মূর্খিন হয়েছে। মাদকের অর্থ জোগাড় করতে প্রায়শ এলাকায় চুরির করতো রাজ। কয়েকবার হাতেনাতে ধরা পড়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে কয়েকবার সালিশ বিচার বসেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সুশীল সমাজের এক ব্যক্তি জানান, স্কুলে পড়ুয়া অল্প বয়স্ক ছেলেদের নিয়ে পার্শ্ববর্তী ঘেরের বাসাতে মাদক সেবন করছিল এমন সময় তাকে হাতেনাতে ধরলে সে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনার রেশ ধরে তার বাড়িতে কয়েকবার চুরির ঘটনা ঘটিয়েছে। মান সম্মানের ভয়ে তাকে নিয়ে প্রতিবাদ করা বন্ধ করে দেওয়া হয়েছে। মাদক সেবন ও বিক্রির অভিযোগে সে কয়েকবার এলাকা ছাড়াও হয়েছে তবে বিষয়টি থানা পুলিশ না হওয়াই উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয়নি।
এদিকে, গণমাধ্যমকর্মীদের সাথে কথোপকথনের এক পর্যায়ে রাজের মা রাফিজা খাতুন ছেলের মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, রাজ গাঁজাসহ অন্য মাদক সেবন করে। ইতোপূর্বে মাদক সেবনের সামগ্রী তিনি পেয়েছিলেন। পরবর্তীতে স্থানীয় কয়েকজনকে সেগুলো দেখান। তবে রাজ মাদক সেবন কোন কিছু বন্ধ করেনা। দিনে দিনে সে আরও হিংস্র হয়ে যায়। কাউকে সন্মান দিয়ে কথা বলেনা।
অপরদিকে ভুক্তভোগী অপহৃত ওই স্কুল ছাত্রীর বাবা ফজর আলী জানান, গত মাসের ২৫ তারিখে আমার মেয়েকে অপহরণ করে শাহরিয়ার হোসেন রাজ। ঐদিন গভীর রাতে ৯৯৯ এ কল করলে পুলিশ উদ্ধার করে তাকে তবে এ সময় রাজ পালিয়ে যায়। এ ঘটনার পরদিন থানাতে অপহরন মামলা করা হয়। মামলা দেওয়ার পর থেকে আমার উপরে নানাবিধ হুমকি আসছে। মামলা প্রত্যাহার করা না হলে জীবননাশের হুমকিও দিয়েছে রাজ। সে প্রকাশ্যে বেড়ালেও পুলিশ তাকে আটক করতে পারেনি। আমাকে হুমকি প্রদান ও তাকে আটক না করার বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসিকে জানিয়েছি, তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পুলিশ বর্তমানে তাকে গ্রেফতারের জন্য তৎপর রয়েছে তবে সে পলাতক রয়েছে বলে শুনেছি।
তিনি আরও জানান, ইতোপূর্বে আমার মেয়েকে স্কুলে যাতায়াতের সময় আপত্তিকার কথা বলতো রাজ। কয়েকবার প্রতিবাদ করেছি তবে সে তার নোংড়া কাজ বন্ধ রাখেনি। তারই ধারাবাহিকতায় আমার মেয়েকে অপহরণ করে তার চাচা শহীদ ঢালীর বাড়ীতে নিয়ে রাখে । এ ঘটনায় মামলার তিন নম্বর আসামি আশ্রায়দাতা শহীদ ঢালী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে।
এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর ইসমাইল হোসেন বলেন, মামলার দুই ও চার নম্বর আসামী জামিনে রয়েছে। তিন নম্বর আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে । তাছাড়া মামলার প্রধান আসামি শাহরিয়ার রাজকে গ্রেফতারের বিষয়ে তৎপর রয়েছে পুলিশ।
