সমাজের আলো: অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ পুরো জেলার মানুষ। তারা প্রশাসনের কাছে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেষন। এদিকে ওই ঘটনায় নির্যাতিতা ওই তরুণী ৪ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। জেলাবাসী ওই ঘটনার নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তোলপাড়। দেশ ও প্রবাসে থাকা এ জেলার নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার নিন্দা জানিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। ৩রা আগস্ট রাতে মৌলভীবাজার শহরের সোনাপুর এলাকার সাবেক জেলা ছাত্র মৈত্রী নেতা ও সংবাদকর্মী মাহমুদ এইচ খান এর ভাড়া বাসায় মাদক পার্টি করে ওই তরুণীকে ধর্ষণ করার ঘটনায় গত ৩১শে আগস্ট সদর মডেল থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটার ২৮ দিনের মাথায় মামলা দুটি দায়ের করা হলো। এই ঘটনায় ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলা শাখার সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সজিব তুষারকে প্রধান আসামি করে ও বাসদ থেকে সদ্য বহিষ্কৃত নেতা রায়হান আনসারী এবং নারী সুরক্ষা আন্দোলনের নেত্রী মার্জিয়া প্রভাকে ধর্ষণের সহযোগী উল্লেখ করে গত সোমবার ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় পৃথক অপর একটি মামলা হয়েছে। ধর্ষিতার পরিচয় প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ভুক্তভোগী ওই তরুণী। এই ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে তার নাম ছবি ও ভিডিও প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মোস্তফা কামাল বিজয় (কেবি খান বিজয়) নামে এক সমাজকর্মী ও ইউটিউবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পৃথক দুটি মামলার বিষয় নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক। গতকাল দুপুরে মুঠোফোনে তিনি মানবজমিনকে জানান, মামলার পর থেকে আসামি ধরতে তারা তৎপর রয়েছেন। এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে আসামি হওয়া কেবি খান বিজয় গণমাধ্যমকর্মীদের বলেন, একজন সমাজকর্মী হিসেবে নৈতিক ও সামাজিক মূল্যবোধ এবং দায়বদ্ধতা থেকে মৌলভীবাজারবাসীর পক্ষে যা সত্য তা তুলে ধরার চেষ্টা করেছি। তাছাড়া ওই ছবি ও ভিডিওগুলো ওই নির্যাতিতা তার ব্যক্তিগত ফেসবুকে দিয়ে রেখেছেন। তিনি নিজেই একাধিক টিকটক ভিডিও বানিয়েছেন। তাকে হেয় করার উদ্দেশ্য আমার কখনোই ছিল না। আমি শুধু এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করেছি। আমি এই মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানাচ্ছি। আমার পরিবারকে ও আমাকে নানা হুমকি দেয়া হচ্ছে। আমি একজন সমাজকর্মী হিসেবে তাদের অপকর্মের বিরুদ্ধে মামলা দিতে চাই। কিন্তু আমার মামলা নেয়া হচ্ছে না।
