সমাজের আলো : অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন রায়েরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর ছোড়া গুলিতে আহত হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম মো. উজ্জ্বল। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেনপুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মোহাম্মদপুর বৈশাখী রোড এলাকার একটি বাসায় অভিযানকালে এ ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. ইব্রাহিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

