সমাজের আলো:  মাদক মামলায় বিচারিক আদালতের দেওয়া পাঁচ বছরের সাজা বাতিল চেয়ে কারাবন্দি আসামি শরীয়তপুরের মতি মাতবরের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে সেবা করাসহ তিন শর্তে সাজা স্থগিত করা হয়েছে। নিজেকে সংশোধন করতে পরিবারের সঙ্গে থাকার সুযোগ দিয়ে তাকে প্রবেশন কর্মকর্তার হাতে তুলে দিয়েছেন আদালত। তবে শর্ত ভঙ্গ করলেই যেতে হবে কারাগারে। মতি মাতবরের সাজা বাতিলের আবেদন খারিজ করে প্রবেশনের সুযোগ চেয়ে করা আবেদন গ্রহণ করে গতকাল রবিবার বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ ঐতিহাসিক এ রায় দেন। শর্তে বলা হয়েছে- ৭৫ বছর বয়স্ক মায়ের সেবা করতে হবে। চালিয়ে যেতে হবে দশম শ্রেণি পড়ুয়া মেয়ে ও দ্বিতীয় শ্রেণি পড়া ছেলের লেখাপড়া। আইন অনুসারে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিতে পারবেন না। দেড় বছর থাকতে হবে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে। আর এসব শর্ত না মানলে জেলে যেতে হবে মতি মাতবরকে। অবশ্য প্রবেশনকালে হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করলে তার সাজা মওকুফ হয়ে যাবে। ওই আসামিকে আর কারাগারে যেতে হবে না। অন্যদিকে সময়ে সময়ে আসামির বিষয়ে আদালতে লিখিত প্রতিবেদন দিতে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *