সমাজের আলো : মাদক মামলায় হাজিরা দিতে জয়পুরহাটে এসেছিলেন মাদক মামলার দুই আসামি বাদল শেখ ওরফে মাজেদ শেখ এবং মিদুল ওরফে সাইফুল ইসলাম। কিন্তু হাজিরা শেষে তারা আবারও ফেরেন মাদক হাতে। সেই মাদক বিক্রি করতে গিয়েই গ্রেপ্তার হলেন পুলিশের হাতে। চুয়াডাঙ্গা পৌরসভার রেল স্টেশনের সামনে রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি জানান, মাজেদ ও সাইফুল উভয়েই মাদক মামলার আসামি। একটি মামলার হাজিরা দিতে তারা গিয়েছিলেন জয়পুরহাট। হাজিরা শেষে তারা আবার চুয়াডাঙ্গা ফিরেন মাদক নিয়ে। বাড়ি ফেরার পরিবর্তে তারা আবারও মাদক বিক্রি শুরু করেন পথে। সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে জামে মসজিদের সামনে মাদক বিক্রির সময় মাজেদ ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তবে এসময় আরও দুইজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ১০টি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

