সমাজের আলো:  সকলের সহযোগিতা উন্নয়নের অগ্রগতির প্রতিপাদ্য’কে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াবে ‘মানবতার যোদ্ধা ফাউন্ডেশন’। শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৪ টায় কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে মানবতার যোদ্ধা ফাউন্ডেশনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তানভীর ইসলামের সভাপতিত্বে ও শেখ আবির আহাম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলাপরিষদের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘মানবিক এ কাজের মহতী উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ। মানবতার যোদ্ধা ফাউন্ডেশনের এই নবযাত্রায় আমি সকল সহযোগিতায় তরুণ প্রজন্মের পাশে থাকব।’ বিশেষ অতিথির বক্তব্যে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন, ‘আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মের এ সংগঠনটি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ অন্যায়ের প্রতিবাদ সামাজিক আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। তার পাশাপাশি এ সংগঠনের সদস্য সংযুক্ত করার ক্ষেত্রে সকল সদস্যকে ডোপ টেস্ট করতে হবে কোন মাদকাসক্ত যেন সংগঠনের ব্যানারে না থাকে সে দিকে খিয়াল রাখতে হবে, মাদক রাষ্ট্র সমাজকে পিছিয়ে দেয় ও অপকর্মে লিপ্ত থাকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *