ইয়ারব হোসেনঃ সাতক্ষীরার প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক, এনটিভি সাতক্ষীরা প্রতিনিধি, সুবাস চৌধুরী কে জেলার চেনেন না এমন মানুষ কম রয়েছে। সংবাদের ভিতরের ও পিছনের খবর প্রকাশের ওনার জুড়ি নেই।গুনি এই কলম সৈনিক ও স্কুল শিক্ষক দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় দিন পার করছেন।ভতি হয়েছেন হাসপাতালে। অনেকে সহযোগিতা দিয়েছেন চিকিৎসার জন্য। অসুস্থ সাংবাদিক সুভাস চৌধুরে দেখতে ছুটে যান পুলিশ সুপার। সহযোগিতার হাত বাড়িয়ে দেন পুলিশ সুপার ।
উনার হাতে তুলে দেন ২৫ হাজার নগত অর্থ।

