সমাজের আলো : সাতক্ষীরার সদ্য সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, মানুষ হয়ে আরেকজন মানুষের সম্পদ ও দেহের বিচার করা অনেক বড় কাজ। তিনি প্যানেল আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন, সরকারের একার পক্ষে লিগ্যাল এইড’র সেবা চালিয়ে নেয়া সম্ভব নয়, প্রয়োজন আপনাদের সহযোগিতা। প্যানেল আইনজীবী হিসাবে লিগ্যাল এইড’র সেবা অব্যাহত রাখুন এবং আপেষ-মিমাংসায় মানুষকে উদ্বুদ্ধ করুন। তিনি আপোষ-মিমাংসা ছাড়া মামলা জট কমানো সম্ভব নয় উল্লেখ করে আরও বলেন, আপোষের মাধ্যমে কোন বিরোধ নিষ্পত্তি হলে সমাজে স্থায়ী ভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়। তিনি উপস্থিত বিচারকদের উদ্দেশ্যে বলেন, যখন বিচার করবেন, যিনি দন্ডিত হচ্ছেন তার মনের কথাটা বোঝার চেষ্টা করবেন।

গতকাল বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমাযূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ও জিপি শম্ভুনাথ সিংহ। এছাড়া বক্তব্য রাখেন, পিপি এড. আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি এড. তপন কুমার দাস, জেলা লিগ্যাল এইড কমিটির পর্যবেক্ষক সদস্য ও প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, এড. জিয়াউর রহমান, এড. মুহা: মুনিরুদ্দীন, এড. নাজমুন্নাহার ঝুমুর, এড. মেহেদী হাসান সোহাগ, এজিও প্রতিনিধি মনিরুজ্জামান ও নাজমুল আলম মুন্না এবং এশারাফ আলী। সভার একপর্যায়ে বিদায়ী অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান, ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বনাথ মন্ডল। সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও মানপত্র পাঠ করেন, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সদ্য সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের কর্মময় জীবনের উপর একটি তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *