সমাজের আলো: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিবি ও এমআর ব্রিক্স বানিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (৮ ফেব্রুয়ারি) সোমবার ১০টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স বিবি ব্রিক্স ও এমআর ব্রিক্স ফিল্ডে প্রশাসনিক ব্যবস্থায় এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। জেলা ক্যাব সদস্য মো. সাকিবুর রহমান ও জেলা পুলিশ সদস্যের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে সদরের সাতক্ষীরা সদরের বেতলা ও কদমতলায় মেসার্স মেসার্স বিবি ব্রিক্স ও এমআর ফিল্ড পরিদর্শন করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বরত সহ:পরিচালক শিকদার শাহিনুর আলম (খুলনা)। পরিদর্শনকালে মেসার্স বিবি ব্রিক্স ও এমআর ফিল্ডের ইটের পরিমাপের কারচুপিতে প্রশাসনিক ব্যবস্থায় পঞ্চাশ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করেছে। উক্ত প্রতিষ্ঠানে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯’র ৪৮ ধারা (পরিমাপে কারচুপি) লংঘন অপরাধে জরিমানা এ করা হয়েছে।

