সমাজের আলো: Headline Bulletপম্পেও শিগগিরই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে: ইরান Headline Bulletট্রাম্প নির্বাচনের ফল না মানলে কী হবে Headline Bulletরাজধানীতে ইয়াবাসহ এএসআই গ্রেফতার Headline Bulletমুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন! Headline Bulletবিশ্বে করোনায় আক্রান্ত ৫ কোটি ৭ লাখ ছাড়াল Headline Bulletভ্যাট-ট্যাক্স দিতে হবে ফেসবুক গুগলকে Headline Bulletঅর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন এরদোগানের জামাতা Headline Bulletঅবশেষে জো বাইডেনকে শুভেচ্ছা জানাল সৌদি আরব Headline Bulletম্যান সিটির মাঠ থেকে ড্র নিয়ে ফিরল লিভারপুল Headline Bulletঅরুণাচলের কাছে রেললাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ চীনের Headline Bulletপম্পেও শিগগিরই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে: ইরান Headline Bulletট্রাম্প নির্বাচনের ফল না মানলে কী হবে Headline Bulletরাজধানীতে ইয়াবাসহ এএসআই গ্রেফতার Headline Bulletমুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন! Headline Bulletবিশ্বে করোনায় আক্রান্ত ৫ কোটি ৭ লাখ ছাড়াল Headline Bulletভ্যাট-ট্যাক্স দিতে হবে ফেসবুক গুগলকে Headline Bulletঅর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন এরদোগানের জামাতা Headline Bulletঅবশেষে জো বাইডেনকে শুভেচ্ছা জানাল সৌদি আরব Headline Bulletম্যান সিটির মাঠ থেকে ড্র নিয়ে ফিরল লিভারপুল Headline Bulletঅরুণাচলের কাছে রেললাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ চীনের Headline Bulletপম্পেও শিগগিরই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে: ইরান Headline Bulletট্রাম্প নির্বাচনের ফল না মানলে কী হবে Headline Bulletরাজধানীতে ইয়াবাসহ এএসআই গ্রেফতার Headline Bulletমুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন! Headline Bulletবিশ্বে করোনায় আক্রান্ত ৫ কোটি ৭ লাখ ছাড়াল Headline Bulletভ্যাট-ট্যাক্স দিতে হবে ফেসবুক গুগলকে Headline Bulletঅর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন এরদোগানের জামাতা Headline Bulletঅবশেষে জো বাইডেনকে শুভেচ্ছা জানাল সৌদি আরব Headline Bulletম্যান সিটির মাঠ থেকে ড্র নিয়ে ফিরল লিভারপুল Headline Bulletঅরুণাচলের কাছে রেললাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ চীনের হোম / পূর্ব-পশ্চিম/ ট্রাম্প নির্বাচনের ফল না মানলে কী হবে প্রকাশ : ৯ নভেম্বর, ২০২০ ০৮:৪৮অনলাইন ভার্সন ট্রাম্প নির্বাচনের ফল না মানলে কী হবে অনলাইন ডেস্ক ট্রাম্প নির্বাচনের ফল না মানলে কী হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখনও এই ফল মেনে নিয়ে কোনো বক্তব্য আসেনি ট্রাম্পের পক্ষ থেকে। বরং উল্টো ভোট চুরির অভিযোগ আনছেন বারবার। তিনি যদি শেষ পর্যন্ত ফল না মানেন তাহলে কী হবে- এখন সেই প্রশ্নই উঠছে। প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতাসীন প্রেসিডেন্ট যদি নির্বাচনে পরাজিত হন এবং সেই ফল নির্বাচনী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে, তাহলে তিনি পরাজয় স্বীকার করলেন কি করলেন না তাতে কিছু এসে-যায় না। নির্বাচনে পরাজিত প্রার্থী পরাজয় স্বীকার করেন জয়ী প্রার্থীকে একটা ফোন করে এবং সমর্থকদের উদ্দেশে বক্তৃতার মাধ্যমে। নিকট অতীতে হিলারি ক্লিনটন, জন ম্যাককেইন, আল গোর, জর্জ এইচ বুশ- সবাই তাই করেছেন। তবে এই পরাজয় স্বীকার করা একটা আনুষ্ঠানিকতা বা রাজনৈতিক সৌজন্য মাত্র- এর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক ড. আলী রীয়াজ বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালের ২০ জানুয়ারি দুপুর ১২টায়। এরপর তিনি আর প্রেসিডেন্ট থাকবেন না। তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের বর্তমান ক্ষমতার মেয়াদ শেষ হবে এবং সে সময়ই ২০২০-এর নির্বাচনে বিজয়ী প্রার্থী শপথ নেবেন এবং শপথ নেয়ার সঙ্গে সঙ্গে তিনিই প্রেসিডেন্ট হবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান সাধারণত কংগ্রেস ভবনের সামনে হয়ে থাকে, কিন্তু আইনগতভাবে এরও কোনো বাধ্যবাধকতা নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *