জি এম ফিরোজ উদ্দিন(মনিরামপুর) প্রতিনিধি যশোর: জেলার মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাষ্টার ময়েজ উদ্দিন মেমোরিয়াল অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের গরীব শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও মার্ক্স বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ৪ টায় মাষ্টার ময়েজ উদ্দিন মেমোরিয়াল আ বিদ্যালয়ের মাঠে প্রতিবন্দী গরীব শিক্ষার্থী ও অসহায় মানুষের মধ্যে কম্বল ও মার্কস বিতরণ করা হয়েছে। ।অনুষ্ঠানে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানে প্রতিষঠাতা মাষ্টার মোস্তফা মহিতুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনিরামপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো বাবলু রহমান আরো উপস্থিত ছিলেন ,সাংবাদিক রিপন হোসেন সাজু,সাংবাদিক জি এম ফিরোজ উদ্দিন মোস্তাফিজুর ররহমান ,সহকারী শিক্ষক কেয়া ষোষ,শিউলি খাতুন মো এনামুল কবির,স্বপন হালদার,মো জিন্নাত বিশ্বাস,মো রজবআলী শাহীন আলম,শিলা বেগম,মুক্তা ররায়,জুয়েল রানা,মো আজাহারুল ইসলাম,মো হিল্লাল বিশ্বাস,মো আউব আলী সহ জগবন্ধু হালদার প্রমুখ উল্লেখ্য অর্ধশতাধিক কম্বল ও মাকর্স বিতরণ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *