সমাজের আলো : মেয়ে ববি খাতুন (২০) চেয়েছিলেন মালয়েশিয়া প্রবাসী স্বামী সোহেল রানা দেশে ফিরলে একটি মোটরসাইকেল উপহার দেবেন। তাই মা সেলিনা বেগমের কাছে মোটরসাইকেল কেনার টাকা চান তিনি। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানান। তখন মায়ের স্বর্ণালঙ্কারের দিকে চোখ যায় ববির। স্বর্ণালঙ্কার চুরি করতে গেলে বাধা দিলে মাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার করেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার (২৩ মার্চ) সকালে গুরুদাসপুরের উত্তর নাড়িবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে ববিকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন তিনি। ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম রাজশাহী থেকে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে। সোমবার রাতে ঘরটি সিলগালা করে দেয় তারা। মঙ্গলবার সকালে পুলিশ ঘরটি তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ব্লেড উদ্ধার করে।

