সমাজের আলো: ভারতের বারাসাত ২ নম্বর ব্লকের শাসনের বাসিন্দা রফিকুল ইসলাম। অনলাইন ডেস্ক২০:১৪, ১৫ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৯ মিনিট অভাব নিত্যসঙ্গী। তাই ফেসবুক পোস্টে স্বাস্থ্যমন্ত্রীর কাছে কিডনি বিক্রির আবেদন জানালেন শাসনের এক যুবক। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বারাসাতে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বারাসাত ২ নম্বর ব্লকের শাসনের বাসিন্দা ওই যুবক। নাম রফিকুল ইসলাম। স্নাতক পাস করার পর বহু জায়গায় চাকরির আবেদন করেছেন তিনি। কিন্তু কোনও লাভ হয়নি। বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পাননি। এই পরিস্থিতিতে ফেসবুকে একটি পোস্ট করেন রফিকুল। সেখানে তিনি লেখেন, সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী, বেকারত্বের জ্বালা আর নিতে পারছি না। আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই। আমার কিডনিটি ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকব। বিষয়টি চাউর হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এ বিষয়ে কথা বলা হলে রফিকুল বলেন, কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষায় বসেছি। কিন্তু চাকরি হয়নি। বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ পেয়েছি কিন্তু যা বেতন তাতে কলকাতায় থেকে কাজ করা সম্ভব না। আর শাসন থেকে নিত্য যাওয়া আসাও অসম্ভব। আমি হতাশ হয়ে পড়েছি। জানি না পরবর্তীতে কী হবে, কী করে বাঁচব, সেই কারণেই এই পোস্ট করা। ওই যুবক জানিয়েছেন তিনি এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় বা রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম যোগাযোগ করেননি। কাউকে কিছু জানানওনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *