সমাজের আলো: ক্ষমতাধর প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভে অশান্ত মিশর। টানা ষষ্ঠদিনের মতো রাজধানী কায়রোসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করে আসছেন ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের জনগণ। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালালে একজন নিহত হন। বিক্ষোভের এক ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। বিক্ষোভ থেকে ভেসে আসছে, ‘সিসি তুমি ক্ষমতা ছাড়ো, আমরা ভীত নই’। কাফার সাদ গ্রামের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় কাঁদানে গ্যাস এবং গুলি ছোড়ে নিরাপত্তা সদস্যরা।
