আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ১৩০ টি ঘর নির্মান কাজের অগ্রগতি ও পর্যালোচনা সংক্রান্ত ‘উপজেলা টাস্কফোর্স কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ডিসেম্বর) সকাল ১১ টার সময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্ণারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র। সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদন সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ইয়ারুল হকসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং ইউনিয়ন ভূমি সহকারী কমকর্তাগণের সমন্বয়ে উক্ত পর্যালোচনা সভায় উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ইউনিয়ন ভিত্তিক ঘর নির্মানকাজের সর্বশেষ তথ্যানুযায়ী জানা যায়- ফিংড়ী ইউনিয়নে ৯ টি, লাবসা ইউনিয়নে ৫ টি, ঘোনা ইউনিয়নে ১ টি, আগরদাড়ী ইউনিয়নে ৭ টি ও বাঁশদহা ইউনিয়নে ৯ টিসহ এ পর্যন্ত মোট ৩১ টি গৃহ নির্মাণ কাজের অনুমোদন হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *