সমাজের আলো : অধিনায়ক মুমিনুল হক আউট হওয়ার পর যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন লিটন দাসও। বোল্টের অফ সাইডের বল ব্যাটের কোনায় লাগিয়ে সাজ ঘরে ফেরেন লিটন দাস। ফেরার আগে তার নামের পাশে লেখা ছিল ৮৬ রান। বাংলাদেশের দুই সেট ব্যাটসম্যানকে আউট করেন বোল্ট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৭০ রান। ফলে ৪২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।এর আগে তৃতীয় দিনের শুরুতেই তরুণ ব্যাটার মাহমুদুল হাসান ব্যক্তিগত ৭৮ রানের মাথায় সাজঘরে ফেরার পর অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ব্যাটিংয়ে নেমেছিলেন মুশি। শুরুটা ভালোও করেছিলেন। তবে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মাত্র ১২ রান করে ফিরেছেন মুশফিক।এরপর আগের দুই উইকেট পাওয়া সেই নিল ওয়াগনারের আবারও উইকেট পান। যেন বাংলাদেশের আশার পালে বিষদাঁত ফুটিয়ে দেন বাঁহাতি এই ফাস্ট বোলার। সাদমান ও শান্তর পর তার শিকার লাল-সবুজের সবচেয়ে ভরসার জায়গা মাহমুদুল হাসান জয়। ২২৮ বলে অনবদ্য ৭৮ রান করে হ্যানরি নিকোলসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই তরুণ তুর্কি।আগের দিন ৭০ রানে অপরাজিত থাকার পর তৃতীয় দিনে কেবল ৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন জয়। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই অর্ধশতক হাঁকানোর পর প্রথম ও আরাধ্য সেই শতকের দিকেই এগিয়ে যাচ্ছিলেন এই তরুণ টাইগার ব্যাটার। তবে ওয়াগনার সেটা হতে দেননি। তার বাউন্সারে শেষ পর্যন্ত জয়ের ইনিংসের ইতি ঘটে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *