সমাজের আলো:গাজীপুরে মুরগি ধরা নিয়ে দুই পরিবারের দ্বন্দ্বের জেরে হাতাহাতির পর মারামারি। এরপর বিচার পেতে আদালতের বারান্দায় দুপক্ষই। যদিও এক পরিবারের দাবি, থানায় নারী নির্যাতন মামলা করতে গেলে নেয়া হয়নি। অন্যদিকে পুলিশ বলছে, ঘটনাটি ভিন্ন দিকে যাতে গড়াতে না পারে সেজন্য প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। গাজীপুরের কালেরভিটা এলাকার প্রতিবেশী আরিফুল ইসলাম। গত ৩ অক্টোবর খাওয়ার জন্য তিনটি মুরগি কেনেন। বাসায় আনার পর বাঁধ ছিড়ে মুরগিগুলো চলে যায় প্রতিবেশী মজিদের বাড়িতে। এরপর নিজের ভেবে মজিদের বাড়ি থেকে একটি মুরগি ধরে আনেন আরিফ। বিষয়টি ভুল বুঝে পরে ছেড়েও দেন। কিন্তু, বিষয়টি একপর্যায়ে দুই পরিবারের মাঝে হাতাহাতি-মারমারিতে গিয়ে ঠেকে। এসময় আরেক প্রতিবেশী রুবেলের স্ত্রী রিমাও এতে জড়িয়ে পড়েন। ৪ অক্টোবর প্রতিবেশী রুবেল ক্ষিপ্ত হয়ে মজিদের স্ত্রীকে মারধর করে। এঘটনায় আরিফ ও রুবেলের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় নারী নির্যাতন মামলা করতে যান মজিদ। কিন্তু পুলিশ, মামলা না নিয়ে জিডি করে আদালতে প্রসিকিউশন পাঠায়। পুলিশের পাঠানো প্রসিকিউশনের পর দুই পক্ষকে আগামী ২৪ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *