সমাজের আলো। । ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)কে অবমাননা করে ব্যঙ্গাচিত্র প্রদর্শন করার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন চত্বর হতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের হয়৷ মিছিলে “ফ্রান্সকে রাষ্ট্রিয় ভাবে বয়কট করা হোক” “রাসূলের অবমাননা, মেনে নেওয়া হবে না। বিশ্বনবীর অপমান, সইবে না আর মুসলমান” এমন প্রতিবাদ মূলক স্লোগান দিয়ে ধর্মপ্রাণ মুসলিম জনতা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ সময় হাজার হাজার মুসল্লি অংশ গ্রহন করেন। সমাবেশে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ব্যঙ্গ করার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবেই ফ্রান্সকে বয়কট করা হোক এবং ব্যঙ্গ কারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ধর্মপ্রাণ মুসলমান৷ কলারোয়া উলামা-মাশায়েখ ও সর্বস্তরের জনতার উদ্যোগে জাতীয় ইমাম সমিতি কলারোয়ার সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ফারুকী’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা ইমাম হাসান নাসেরী, সাংবাদিক কে এম আনিসুর রহমান, বেত্রাবতী হাইস্কুলের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ।

