সমাজের আলো : রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অন্তত ১৫ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক সার্জারী ও বার্ণ ইউনিটসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টা ৪০মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণে ওই এলাকার আটটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে মগবাজারের আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর তিন তলা ভবনটি নিচ তলা ও দ্বিতীয় তলার একাংশ উড়ে গেছে।সামনের রাস্তার তিনটি বাস বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে ভবনের বিভিন্ন দোকানে অবস্থানকারী লোকজন, বাসযাত্রী ও পথচারীরা গুরুতর আহত হন। বিস্ফোরণে রাস্তার দুই পাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ দিকে ৭৯ নম্বর ভবনে বিস্ফোরণ ঘটে, একইভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে রাস্তার ওপাশে উত্তরদিকে ১০০ ফিট দূরত্বে। ক্ষতিগ্রস্ত হয় আড়ং, বিশাল সেন্টারসহ বেশ কয়েকটি ভবন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আশপাশে আগুন ছড়িয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই ৭৯ নম্বর ভবনের পেছনের একাংশ উড়ে যায়। ছাদ ধসে পড়ে। ভবনের সামনের অংশ গিয়ে রাস্তায় পরে। গ্লাস ভেঙে ছড়িয়ে যায় সর্বত্র। এসিতে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়ে রাস্তার যানবাহনে। রক্তে ভেসে যায় ভবন থেকে শুরু করে ফুটপাত, রাস্তা। ততক্ষণে চারদিকে অন্ধকার। কান্নার শব্দ। কিছুক্ষণ পরেই আগুন নেভাতে চেষ্টা করেন আশপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছিলো।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৭৯ আউটার সার্কুলার রোড এর তিন তলা ভবনটির নিচ তলা বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে গেছে। এই ভবনে বেঙ্গল মিট, সিঙ্গারের শো-রুম, গ্র্যান্ড কনফেকশনারি ও শর্মা হাউজ নামে ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ভবনের নিচ তলায় একটি জেনারেটর ভেঙেচুরে পড়ে ছিল। বিস্ফোরণে ভবনের ধ্বংসাবশেষ ছিটকে সড়কে থাকা তিনটি বাস ও অন্যান্য যানবাহনের ওপর পড়ে। বাসে আগুন ধরে যায়। এতে বাসের যাত্রীরা অগ্নিদগ্ধসহ আহত হন।প্রত্যক্ষদর্শী পরিষ্কার পরিচ্ছন্নকর্মী রমজান মিয়া জানান, ওই সময়ে তিনি ঘটনাস্থলে ফ্লাইওভারের নিচে শুয়ে ছিলেন। রমজান বলেন, আমরা ফ্লাইওভারের নিচে বসে ছিলাম। এসময় হঠাৎ ভূমিকম্পের মতো কেঁপে উঠে। আগুন লেগেছে। দ্রুত বের হয়ে দেখি যে, বৃষ্টির মতো আশপাশের ভবনের কাঁচ ভেঙে পড়েছে। তিনি আরও জানান, আরও সামনে গিয়ে দেখি ক্ষতিগ্রস্ত ভবনের সামনের বাসের যাত্রীরা আহাজারি করছেন। কারও কারও শরীর দিয়ে রক্ত ঝরছিলো। আমি একজনকে উদ্ধার করে রিকশায় করে আদদ্বীন হাসপাতালে রেখে এসেছি। রমজানের সঙ্গে থাকা পাখি বেগম নামে এক মহিলা জানান, বাসের মধ্যে দেখি যে, এক মহিলা কাতরাচ্ছেন। তাকে আমি উদ্ধার করি। বিস্ফোরণে আশপাশের মানুষ ছোটাছুটি শুরু করে।ডমিনো ভবনের ব্র্যাক বাংকের নিরাপত্তাকর্মী আফজাল হোসেন জানান, ভবনের নিচে আমরা নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছিলাম। এসময় ভবনের ওপর থেকে কাঁচ নিচে ভেঙে পড়ছিলো দেখে দৌড় দিয়ে ভেতরে ঢুকে যাই। এসময় লোকজন প্রাণভয়ে ভবনের নিচে আশ্রয় নেয়।

			