সমাজের আলো : দীর্ঘ অপেক্ষার পর মৃত্যুর এগার দিন পর দেশে এলো চায়না বাংলা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী একেএম আনিছুর রহমানের মরদেহ।রবিবার বিকালে দুবাই থেকে বিমান যোগে তাঁর মৃতদেহ ঢাকায় আনা হয়। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সিবি হসপিটালের একটি এম্বুলেন্সযোগে তার মরদেহ সাতক্ষীরার পথে রওনা হয়। ভোররাতে মরদেহ সাতক্ষীরায় পৌছানোর কথা। বরসা এনজিও এর পরিচালক, সুন্দরবন এলাকার বরসা রিসোর্ট ও বরসা ট্যুরিজমের সত্ত¡াধিকারী, চায়না বাংলা শপিং সেন্টার ও চায়না বাংলা ফুডস এর মালিক, শহরের সিবি হসপিটালের এমডি একেএম আনিসুর রহমান গত ১৬ ডিসেম্বর বেলা ১টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।এদিকে একেএম আনিসুর রহমানের জানাযা নামাজ আজ ২৭ ডিসেম্বর সোমবার বেলা ২টায় সাতক্ষীরা শহরের বাটকেখালি কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং পরে তার পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *