সমাজের আলো : দেশে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। চলতি মাসের শুরু থেকেই শনাক্ত ঊর্ধ্বমুখী। এই ধারায় দেশে গতকাল তিন মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হিসাব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একইভাবে ৯ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। কিন্তু হঠাৎ কেন বাড়ছে রোগী ও মৃত্যু। এর কোনো স্পষ্ট কারণ জানা যাচ্ছে না। স্বাস্থ্যবিভাগ সংশ্লিষ্টরা বলছেন, মানুষ স্বাস্থ্যবিধি ভুলে যাওয়ায় পরিস্থিতি এমন হয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না অনেক দিন থেকে। তাই এ কারণেই শুধু সংক্রমণ বাড়ছে- তা হতে পারে না। অন্যকোনো কারণ থাকতে পারে। কেউ কেউ বলছেন, বৃটেনে পাওয়া করোনার নতুন ধরন দেশে পরিস্থিতি খারাপের কারণ হতে পারে। কারণ জানুয়ারিতে এটি দেশে ধরা পড়লেও অনেক পরে প্রকাশ করা হয়েছে। এই সময়ে তা ছড়িয়ে পড়েছে কিনা এরও কোন গবেষণা নেই। বাংলাদেশে ১০ জনের বেশি রোগীর মাঝে নতুন স্ট্রেইন পেয়েছে আইইডিসিআর। অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন যে হঠাৎ করে ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ার পেছনের কারণগুলোর মধ্যে একটি হতে পারে বৃটেনের নতুন স্ট্রেইনটি। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, বৃটেন থেকে দেশে আসা ১০ জনের বেশি রোগীর মধ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের সন্ধান পেয়েছি। তবে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। তিনি জানান, জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এই নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত করা গেছে। তিনি আরো জানান, এই উচ্চ সংক্রামক বৃটেনের নতুন স্ট্রেইনটি এখনো সারা দেশে ছড়িয়ে পড়েছে বলে তিনি মনে করেন না। দেশে করোনা সংক্রমণের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে করোনার এই নতুন স্ট্রেইনকে তিনি এখনই দায়ী করতে চান না। অধ্যাপক তাহমিনা বলেন, গবেষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর জন্য, যাতে এ ধরনের রোগী আরো থাকলে তাদের শনাক্ত করা যায়। জিনোম সিকোয়েন্সিং একটি চলমান প্রক্রিয়া এবং আমরা নিয়মিতভাবে এটা করে যাচ্ছি। তিনি বলেন, করোনাভাইরাসের মূল রূপ থেকে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে বৃটেনের নতুন স্ট্রেইনটি তৈরি হয়েছে। আমরা অন্যান্য স্ট্রেইনগুলো নিয়েও গবেষণা করছি। অধ্যাপক তাহমিনা দাবি করেন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *