সমাজের আলো : রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসায় অবহেলায় এক রোগী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের দাবি, অতিরিক্ত এনেসথেশিয়া দেওয়ায় এই ঘটনা ঘটেছে।রাজধানীর ধানমণ্ডি এলাকার ল্যাবএইড হাসপাতালে মৃত এক রোগীর স্বজনরা বিক্ষোভ করেছেন। গত ১০ নভেম্বর দৌলত ব্যাপারী নামে এক ব্যবসায়ীকে কিডনিতে পাথরজনিত কারণে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বসে মেডিকেল বোর্ড। ১১ নভেম্বর করা হয় অস্ত্রোপচার। এরপর রোগীর অবস্থা আরও খারাপ হলে নেওয়া হয় আইসিউতে।

স্বজনরা বলছেন, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে রোগীকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নিয়ে যেতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।স্বজনদের দাবি, রোগী আগে মারা গেলেও শুধু অতিরিক্ত বিল চার্জের জন্য এতদিন ধরে আইসিইউতে রাখা হয়েছিল। চিকিৎসায় অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তারা।স্বজনরা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি আমাদের ভাইকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নিয়ে যাবো। তার আধাঘণ্টা পর তারা ঘোষণা দিয়ে বলেছে, আপনাদের ভাই মারা গেছেন। অপারেশনের আধা ঘণ্টা পরেই তিনি সেন্সলেস হয়ে পড়েন। জিহ্বায় কামড় দিয়েছে, নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। তারা বলছেন চিকিৎসা দেওয়া হচ্ছে।ঘটনার প্রতিবাদ করলে রোগীর এক স্বজনকে টয়লেটে আটকে রেখে মারধর করার অভিযোগ ওঠে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *