সমাজের আলো।। ধীরে ধীরে স্তিমিত হচ্ছে ইরানের গণবিক্ষোভ। জনরোষ ঠেকাতে প্রতিবেশী ইরাক থেকে শিয়া যোদ্ধাদের ডেকে পাঠান তেহরানের ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) আয়াতোল্লাহ আলি খামেনেই। সাবেক পারস্য দেশে আন্দোলন থামানোর নামে গণহত্যা চালিয়েছে তারা, বলছে একাধিক পশ্চিমি গণমাধ্যম।জানুয়ারিতে গণবিক্ষোভ তীব্র হতেই একাধিক ইরানি নিরাপত্তাবাহিনীকে ‘দেখামাত্র গুলি করার’ নির্দেশ দেন খামেনেই। কিন্তু, তাদেরই একাংশ এই কাজে অস্বীকৃত হলে প্রমাদ গোনেন তেহরানের ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা। এ ব্যাপারে জোর করলে পরিস্থিতি যে হিতে বিপরীত হতে পারে, তা বুঝতে দেরি হয়নি তাঁর। ফলে কিছুটা বাধ্য হয়েই আরবিভাষী শিয়া গোষ্ঠীগুলিকে তলব করেন খামেনেই। কঠোর দমননীতিতে দ্রুত জনরোষ নিয়ন্ত্রণে আনতে বলা হয় তাদের।খামেনেইয়ের আদেশ মিলতেই চটপট কাজে লেগে পড়ে ওই সমস্ত শিয়া গোষ্ঠী। বিক্ষোভকারীদের সঙ্গে মিশে গিয়ে প্রথমে আন্দোলনের শীর্ষ নেতৃত্বকে চিহ্নিত করে তারা। এর পর এক এক করে নির্মম ভাবে নিকেশ করা হয় তাঁদের। পাশাপাশি, উন্মত্ত জনতার উপর নির্বিচারে গুলি চালাতেও দ্বিধা করেনি তারা। পশ্চিমি সংবাদসংস্থাগুলি জানিয়েছে, প্রাথমিক ভাবে ৮০০ থেকে ৮৫০ জন নির্দয় কুখ্যাত যোদ্ধাকে এই গণহত্যার দায়িত্ব দেন তেহরানের শিয়া ধর্মগুরু। পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫,০০০।অগ্নিগর্ভ ইরানকে শান্ত করতে কী ভাবে বিদেশি শিয়া বিদ্রোহীদের সাহায্য খামেনেই নিয়েছেন, তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তুলে ধরেছে জনপ্রিয় মার্কিন গণমাধ্যম সিএনএন। বাগদাদের একটি সামরিক সূত্রকে উদ্ধৃত করে গত ১৬ জানুয়ারি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে তারা। সেখানে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর বা এ বছরের ১ জানুয়ারি ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে ‘দূত’ মারফত যোগাযোগ করেন পারস্যের সর্বোচ্চ নেতা। এর পরই উপসাগরীয় দেশটিতে সীমান্ত পেরিয়ে ঢোকার নীলনকশা ছকে ফেলে তারা




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *