সমাজের আলো: বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসির গড়া রেকর্ড দখলে নিলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ২০ গোল করার রেকর্ডটি নিজের করে নিলেন এই ফরাসী ফরোয়ার্ড। এর আগে রেকর্ডটি ছিল মেসির দখলে। বুধবার ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। এরপর আরো একটি গোল আদায় করেন তিনি।

