সমাজের আলো: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার গায়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৪ জানুয়ারি) এ ঘটনায় আহত সাংবাদিক মনির হোসেন বাদী হয়ে দুইজনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে উত্ত্যক্তকারী বখাটের কাইয়ুমের বড় বোনের স্বামী মো. জয়নালের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। ঝলসে যাওয়া ওই বাবাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিভিটা এলাকার বাসিন্দা ও বন্দর উপজেলা প্রতিনিধি মনির হোসেনের কলেজপড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তার সানিয়াকে দীর্ঘদিন ধরে কলেজে যাওয়া আসার পথে বিভিন্ন সময় রাস্তাঘাটে পার্শ্ববর্তী বাড়ির মো. হাবিবুল্লাহর বখাটে ছেলে কাইয়ুম বিভিন্ন অঙ্গভঙ্গি, অশ্লীল কথাবার্তাসহ কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। পরে সাংবাদিক মনির হোসেন জানতে পেরে উত্ত্যক্ত করার বিষয়টি কাইয়ুমের বড় বোনের স্বামী জয়নালকে মেঘনাশিল্প নগরী এলাকায় গিয়ে বিচার দাবি করেন।

