সমাজের আলো : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘুমন্ত মেয়ের গলায় ছুরি ধরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় হোতা জামালকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অপর এক অভিযানে ধর্ষণে অভিযুক্ত আরেক আসামি সোহেল মিয়াকে সোমবার ভোরে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।রবিবার ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেফতারের পর সোমবার (১০ জানুয়ারি) জামালকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিপুলিশ জানায়, ধর্ষণের শিকার ৪০ বছর বয়সী ওই নারী তিন সন্তানের জননী। সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা তিনি। দুই বছর আগে স্বামী মারা যাওয়ায় মাস দুয়েক আগে ফের তার বিয়ে হয়। এ বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়ায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তাদের পাশের কক্ষে বসবাস করত বাড়ির মালিক একাদুলের ছেলে জুবায়েদ হোসেন আকাশ। গত ২৬ ডিসেম্বর রাতে ওই নারীকে আকাশসহ পাঁচজন সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ২৮ ডিসেম্বর রাতে নির্যাতিতা বাদী হয়ে থানায় মামলা করেন। এতে আকাশ ছাড়াও আপন মিয়া, জামাল মিয়া, বাবু ওরফে হাড্ডি বাবু ও সোহেল মিয়াকে আসামি করা হয়। ২৯ ডিসেম্বর আকাশকে গ্রেফতার করে পুলিশ।ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বাবু ওরফে হাড্ডি বাবু ৬ জানুয়ারি আদালতে হাজির হলে তাকেও কারাগারে পাঠানো হয়েছে।সোমবার বিকেলে র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আসামি সোহেল মিয়াকে গ্রেফতারের কথা জানানো হয়। গতকাল ভোরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *