সমাজের আলো : খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এসআই মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আবাসিক হোটেলে মেয়ের সামনে মাকে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা।বৃহস্পতিবার এসআই জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। এছাড়া তার প্রত্যক্ষদর্শী মেয়ের জবানবন্দি রেকর্ড করেন আদালত।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন জানান, বৃহস্পতিবার সকালে তারা হোটেলটি পরিদর্শন ও এর মালিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এছাড়া ধর্ষণের শিকার নারীর সঙ্গেও কথা বলা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা বলে জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।তিনি জানান, ঘটনা তদন্তে খালিশপুর জোনের সহকারী কমিশনার হুমায়ুন কবীরকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার জাহাঙ্গীরকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।তদন্ত কমিটির প্রধান সহকারী কমিশনার হুমায়ুন কবীর জানান, তিনি ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন। ২/১ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

