সমাজের আলো ঃ পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা এখনই সুফল পেতে শুরু করেছেন বলে জানিয়েছেন। এ বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ও আন্তজার্তিক সমুদ্রবন্দরের মধ্যে মাত্র সাড়ে তিন ঘণ্টার সড়ক যোগাযোগ ব্যবস্থা হয়েছে। সময় বেঁচে যাওয়ার ফলে বছরে বাঁচবে প্রায় দুই হাজার কোটি টাকা।

এ ছাড়া পদ্মা সেতু চালুর পর ভোগান্তি কমায় আনন্দ বয়ে যাচ্ছে আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত ট্রাক-লরি চালক ও তাঁদের সহকারীদের মধ্যে।

মোংলা বন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) সভাপতি সুলতান আহমেদ খান বলেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু মোংলা বন্দরের ব্যবসায়ীদের জন্য একটি আশির্বাদ। পদ্মা সেতু চালুর পর আমাদের ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য নিয়ে প্রায় দুই শতাধিক ট্রাক ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এ বন্দর ব্যবহারের সঙ্গে আমাদের প্রায় ৪০০ ব্যবসায়ী আমদানি-রপ্তানিতে জড়িত। আগে মোংলা বন্দর থেকে ঢাকায় আমাদের পণ্য পৌঁছাতে সময় লাগতো কমপক্ষে ১০ থেকে ১৪ ঘণ্টা। এখন লাগছে সাড়ে তিন ঘণ্টা। এর ফলে, শুধু সড়কপথেই আমাদের আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সময় বাঁচার পাশাপাশি বছরে আর্থিকভাবে বেঁচে যাবে প্রায় দুই হাজার কোটি টাকা। এ ছাড়া সময় বেঁচে যাওয়ার কারণে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। আমরা এখনই পদ্মা সেতুর সুফল পেতে শুরু করেছি।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *