বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাগেরহাটের মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি হিসেবে নামের তালিকায় শীর্ষে রয়েছেন জেলা বিএনপির সাবেক নেতা চৌধুরী সেলিম আহমেদ। তৃণমূল নেতাকর্মীদের পছন্দ, আস্থা ও ভরসাস্থল এই সেলিম চৌধুরী। তিনি মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি। বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথ পাড়ি দেওয়া দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থাশীল এই নেতা মোল্লাহাট উপজেলা বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের আগলে রেখেছেন। তিনি প্রমাণ করতে পেরেছেন দলের দুঃসময়ে হামলা, মামলা ও নির্যাতনে কর্মীদের পাশে ছিলেন। বিএনপি’র সাংগঠনিক সকল কর্মকান্ডে তার উপস্থিতি সকলকে অনুপ্রাণিত করে সাহস যোগায়।
তৃণমূল নেতাকর্মীরা বলেন, চৌধুরী সেলিম আহমেদ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি রয়েছে তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। হাজরো বাধা-বিপত্তি, হামলা – মামলা মোকাবেলা করে মোল্লাহাটে বিএনপির রাজনীতিতে তিনি এখনো সেনাপতির ভূমিকা পালন করে চলেছেন। আমরাও ভরসা পায় এই নেতার কাছে। মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক পদে আমরা পরিবর্তন চাই। চৌধুরী সেলিম আহমেদ আবারো উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলে এই উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে কোন বিভেদই থাকবে না। বিএনপি হবে সাংগঠনিকভাবে শক্তিশালী। বিএনপি নেতা জামান শিকদার, ওবায়দুর রহমান, চান মিয়া, মুজিবর শেখ, মোঃ মোশাক মিয়া, শেখ জিয়াউর রহমান জিয়া, রিয়াজ হোসেন সহ আরো অনেকে একই মত পোষণ করেন।
মোল্লাহাট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সিকদার জামাল উদ্দিন বলেন, এই উপজেলায় বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সাথে আমার যোগাযোগ রয়েছে। তারা দীর্ঘ বছর ধরে উপজেলা বিএনপি’র সদ্য সাবেক হওয়া নেতাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উত্থাপন করেছে। এই উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ বিগত সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছিলো। তারা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত জেলা কমিটিকে অসম্মান করেছে। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিশেষ সুবিধা দিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে আবারো উপজেলা বিএনপি’র শীর্ষ পদে থাকার পায়তারা করছে তারা। এবার তৃণমূল উপজেলা বিএনপির নেতৃত্বে পরিবর্তন চায়। এ উপজেলার হাটে মাঠে-ঘাটে সবখানেই চৌধুরী সেলিম আহমেদ এর শক্ত অবস্থান রয়েছে। আগামী কমিটিতে উপজেলা বিএনপির সভাপতি হিসাবে তিনি নির্বাচিত হলে এ উপজেলায় বিএনপির সাংগঠনিক দুর্বলতা কেটে যাবে এবং দল শক্তিশালী হবে।
সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান বলেন, মোল্লাহাট উপজেলা বিএনপি নেতাদের সাথে বর্তমান সরকার দলীয় এমপি শেখ হেলালের সাথে গোপনে আঁতাত করায় বিএনপি এই উপজেলায় সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল রয়েছে। আমি ও বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক নেতা সেলিম চৌধুরী মিলে দলের সকল কর্মকান্ড বাস্তবায়ন করেছি। বর্তমানে এ উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা বিএনপির কমিটিতে নেতৃত্বের পরিবর্তন চান। দলের প্রাণ এই কর্মী সমর্থকরা। তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক এটাই আমার চাওয়া। চৌধুরী সেলিম আহমেদ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, জিয়া খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি তার রয়েছে শ্রদ্ধা ও ভালোবাসা। একজন আপদ মস্তক বিএনপি নেতা হিসাবে বর্তমান মোল্লাহাট উপজেলায় তিনি একমাত্র গ্রহণযোগ্য ব্যক্তি।

