সমাজের আলো: আর্জেন্টিনার ফুটবল জাদুকর দিয়াগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া জগতে। একে একে শোকবার্তা জানাচ্ছেন ক্রীড়া জগতের বিখ্যাত ব্যক্তিত্বরা। ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। এক টুইটে রোনালদো লিখেন, “আজকে আমি আমার এক বন্ধুকে বিদায় বলছি আর পৃথিবী বিদায় বলছে একজন নিখুত মেধাবীকে, একজন সর্বকালের সেরাকে, একজন অপ্রতিদ্বন্দ্বী জাদুকরকে। তিনি খুব দ্রুতই চলে গেলেন, কিন্তু এমন এক শূন্যতা তৈরি করে গেলেন যা পূরণ হবার নয়। শান্তিতে থাকুন বীর। আপনার সেই ভাজ করা হাত ভোলার মতো নয়। ”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *