যশোর প্রতিনিধি ঃ যশোরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছে প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।যশোরের দুটি’ শহীদ মিনারেই প্রশাসনের কঠোর নজরদারি ছিল। শান্তিপূর্ন ভাবেই প্রথম প্রহরের সকল কর্মসূচী পালন করা হয়েছে।
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জাসদের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলম, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার (এম.পি) আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর কবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ উপস্থিত ছিলেন।
এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নুর মো. আলী রেজা, সাধারণ সম্পদক শাহানুর আলম শাহীন, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব প্রমুখ।এছাড়া যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসের নিজস্ব কেন্দ্রীয় শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা করেন।
এছাড়া, প্রেসক্লাব যশোরের পক্ষ থেকে সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সম্পাদক এইচ আর তুহিন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইয়ুব ,সাধারন সম্পাদক আকরামুজ্জামান , যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামাম মুনির সাধারন সম্পাদক নুর ইমাম বাবুল,শ্রদ্ধা নিবেদন করেন।
একই সময় এম.এম কলেজ শহীদ মিনারে বিএনপির পক্ষথেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা মিজানুর রহমান খান, সাবেক পৌর মেয়র মারুফ হোসেন, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।এছাড়া যশোর থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক গুলো থেকে ও অন্যান্য সামাজিক সংগঠন গুলো শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণে মধ্যদিয়ে ৫২’ ত্রর মহান শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে একই সময় জাগপা’র প্রেসিডিয়াম সদস্য খুলনা বিভাগের প্রধান সমন্বয়কারী নিজামদ্দিন অমিত ত্রর নেতৃত্বে জাগপা যশোরের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণে মধ্যদিয়ে ৫২’ ত্রর মহান শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ত্রসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন,জাগপা যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী।

