যশোর অফিস : যশোরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি ও গলায় চাকু ধরে দুইলাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে আলতাফ হোসেন। আসামিরা হলেন, বারান্দীপাড়ার মোকছেদ আলীর ছেলে মফিজুর রহমান, মণিরামপুর উপজেলার হাসেম আলীর ছেলে রায়হান পলাশ ও ঝিকরগাছা উপজেলার খোশালনগর গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে জামসেদ আলী। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে পিবিআই যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় বাদী উল্লেখ করেন, বাদীর উপশহর ক্লাব মোড়ে এয়ার সাভিসের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আসামিরা একমাস আগে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদাদাবি করে। ওই টাকার জন্য নানা ধরণের হুমকি ধামকি দেয়। টাকা দিতে অস্বীকার করায় পূর্ব পরিকল্পিত ভাবে গত ১১ অক্টোবর বিকেল ৫টায় আসামিরা হাতে রামদা, লোহার রড, চাকু সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে এসে ১৫ লাখ টাকা চাঁদাদাবি করে। টাকা দিতে অস্বীকার করলে বাদীর গলায় চাকু ধরে হত্যার হুমকি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশবক্স থেকে নগদ দুই লাখ টাকা নিয়ে নেয়। এছাড়াও আসামিরা জোরকরে ৬টি নন জুডিসিয়াল ষ্ট্যাম্প করিয়ে নেয়। বাকী টাকা ও স্ট্যাম্পের মাধ্যমে আদায়ের হুমকি দিয়ে আসামিরা চলে যায়। পরে বাদী টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে সর্বশেষ বুধবার আদালতে মামলা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *