যশোর অফিস : যশোরে ময়না খাতুন (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূকে হত্যার পর তা আত্নহত্যা বলে চালানোর অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই গৃহবধূর স্বামী সিরাজুল ইসলাম। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে যশোর শহরের মায়া পেট্রোল পাম্প সংলগ্ন রেল লাইনের ওপর। খবর পেয়ে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ময়না খাতুন শহরের হুশতলা বকচর এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। সাথী খাতুন জানান, তার বোন ময়না খাতুন যশোর এম এম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী । তারা সম্পর্ক করে দুই বছর আগে বিয়ে করেন। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ শুরু হয়। গতকাল দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এসময় সিরাজুল মারপিট করেন ময়নাকে। বোন সাথী খাতুন বলেন, আমার বোন শিক্ষিত এবং ধর্মভীরু। সে কখনই আত্মহত্যা করতে পারে না। আমাদের ধারণা সিরাজুল তাকে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর মূল কারণটি জানা যাবে। তবে কেউ অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *