যশোর অফিস : যশোরে ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিম(৫৫) নামে একজন ভোরের সাথী সংগঠনের সদস্যে নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮ টার দিকে শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার মৃত হনজী আব্দুর রশিদের পুত্র।
নিহতের ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম জানান, গাড়ীখানা রোডস্থ জেনেভা ওয়ার্চের স্বত্বাধিকারী আব্দুল হাকিম এবং ভোরের সাথী যশোরের অঙ্গ সংগঠন হাঁটার সাথীর সদস্য। প্রতিদিনের ন্যায় আজ সকালে খুব ভোরে হাঁটতে বের হন তিনি।হাঁটা শেষে বাসায় ফিরছিলেন। সকাল ৮ টার দিকে রেলেগেট পশ্চিম পাশে বাসার সামনে রেল লাইনের উপর একটি ছোট শিশু দাঁড়িয়েছিল। এ সময় বেনাপোল গামী বেতনা কমিউটার ট্রেন যাচ্ছিলো। তখন ওই শিশুটিকে বাঁচাতে গিয়ে আব্দুল হাকিম পা স্লিপারে বেঁধে রেললাইনের উপর পড়ে যান। এ সময় চলন্ত ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহীনুর রহমান সোহাগ সকাল ৮ টা ৪০ মিনিটে আব্দুল হাকিমকে মৃত ঘোষণা তিনি বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।
যশোর জি আর পির ইনচার্জ এস আই শহিদুল ইসলাম জানিয়েছেন, অসাবধানতার কারণে চলন্ত ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিমের মৃত্যু হয়েছে।

