যশোর অফিস : দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে তৌহিদুল ইসলাম তোহা (১৮)নামে এক স্কুলছাত্র জখম হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার সময় যশোর কালেক্টরেট এলাকায় তাকে দৃবৃর্ত্তরা ছুরিকাঘাত করে। তাকে স্হানীয়রা উদ্বার করে যশোর হাসপাতালে ভর্তি করেছে।
আহত তৌহিদুল ইসলাম তোহা যশোর সদরের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র এবং সদর উপজেলার পাচবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
আহত তৌহিদুল ইসলাম তোহা বলেন, আমি সকালে যশোর কালেক্টরেট চত্বর দিয়ে পায়ে হেটে যাচ্ছিলাম হঠাৎ ২/৩জন আমার বয়সের যুবক এসে মারপিট ও ছুরিকাঘাত করে।আমাকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন।আমি তাদের চিনি না। কি কারনে তারা আমাকে ছুরি মেরেছে বলতে পারি না।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, তোহার বাম পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। তবে সে এখন আশংকামুক্ত।

