যশোর অফিস : যশোরে পুলিশ আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও গাঁজার গাছসহ মোট ৬জনকে আটক করেছে। এই ঘটনায় কোতয়ালি থানায় আলাদা চারটি মামলা হয়েছে।
কোতয়ালি থানার এসআই বিমান তরফদার জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ৭টারদিকে পুরাতন কসবা কদমতলা লিটিল অ্যাঞ্জেল ইনস্টিটিউট সেন্টারের সামনে থেকে স্বাগত রহমান (২৭) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। স্বাগত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার দৌলতপুর বেলাট গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। বর্তমানে যশোর শহরের ধর্মতলা আরবপুর তিনরাস্তার মোড়ের হাফিজুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন ।
কোতয়ালি থানার এসআই আনছারুল হক জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিদাগত রাত সোয়া ১২টার দিকে শহীদ মশিউর রহমান সড়কের কদমতলা মোড়ের এ প্লাস কোচিং সেন্টারের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এরা হলো, পুরাতন কসবা কদমতলা মোড়ের আবু হাসানের ছেলে কামাল হোসেন রনি (৩৫), ষষ্টিতলাপাড়া পুজামন্দিরের পাশের দীপক কুমার দের ছেলে অনুপ কুমার দে (৩২) এবং পুরাতন কসবা মুক্তিযোদ্ধা সংসদ এলাকার মৃত নূর ইসলামের ছেলে রাসেল কবির মুন্না (৪৪)।
কোতয়ালি থানার এসআই শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডাকাতিয়া গ্রামের দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে শামীম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেখানো মতে তার মুরগীর খামারের পাশ থেকে রোপনকরা ১২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। শামীম হোসেন ওই গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।
সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জাসিম উদ্দিন জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টারদিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি স্টাফ কোয়ার্টারের সামনে থেকে একশ গ্রাম গাঁজাসহ সোহেল শেখ (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শহরের পশ্চিম বারান্দি নাথপাড়ার সেলিম শেখের ছেলে।

