যশোর অফিস : যশোর শহরতলির ধর্মতলা এলাকায় চিহৃিত সুদখোর মনোয়ারা বেগম নামে এক নারীকে ‘সুদখোর’ অবিহিত করে তার অত্যাচার নির্যাতনের প্রতিবাদ জানাতে এলাকার শতাধিক নারী পুরুষ যশোর -ঢাকা মহাসড়কে মানববন্ধন করেছে।আজ বৃহস্পতিবার দুপুরে ধর্মতলার মোড়ে মানববন্ধনে এলাকার ক্ষতিগ্রস্তরা নির্যাতিতা মনোয়ারার হাত থেকে বাঁচানোর জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

ধর্মতলা এলাকার মৃত লিটন কর্মকারের স্ত্রী গীতা রাণী জানিয়েছেন, তার স্বামী ২০১৮ সালে ওই মনোয়ারার কাছ থেকে সুদে ৪০ হাজার টাকা নেন। তিনি প্রতিমাসে ৫শ টাকা করে এবং এককালীন ভাবে অনেক টাকা দিয়েছেন। যার পরিমান প্রায় ৫ লাখ টাকা। কিন্তু আসল পরিশোধ হয়নি। টাকা ফেরৎ দেয়ার জন্য অব্যহত ভাবে চাপ দেয়া হতো তার স্বামীকে। নানা ভয়ভীতি দেখানো হতো। তার আত্মীয় স্বজন পুলিশ কর্মকর্তা বলে ভয় দেখিয়ে জোর করে টাকা আদায় করতো। ভয়ে একদিন তার স্বামী পালিয়ে যায়। পরে এলাকায় ফিরে আসলে গত ২৭ সেপ্টেম্বর তাকে টাকার জন্য চাপ দেয়। এমনটি সাদা স্ট্যাম্পে জোর করে সই করিয়ে নেয়। পরদিন তার স্বামী মারা যান। সমিতি তৈরি করে সেখানে জমা রাখা ১ লাখ ৮০ হাজার টাকা আটকে দেয়া হয়েছে। জমি ও বাড়ির নিজের জিম্মায় নিয়ে নিয়েছে মনোয়ারা।

রেখা পারভীন নামে আরো এক নারী জানিয়েছেন, মনোয়ারার ৩/৪টি সমিতি আছে। এলাকার লোকজনকে নানা প্রলোভন দেখিয়ে ওই সমিতিতে টাকা জমা রাখতে বলে। এলাকার লোকজনের টাকা তিনি আবার সুদে খাটান। বিনিয়োগকারীকেও সুদে টাকা নিতে হয়। চক্রবৃদ্ধি হারে সুদের টাকা বৃদ্ধি পায়। টাকা ফেরৎ দিতে না পারলে সমিতিতে রাখা জমাকৃত টাকা ফেরৎ না দিয়ে আটকে দেয়। বিভিন্ন সমিতির নামে টাকা দিয়ে শতকরা ৫০ ভাগ হারে সুদ আদায় করে থাকে।

সাঈদ হাসান জানিয়েছেন, ভাদুরী নামে এক নারীর কাছে ১১ লাখ টাকা পাওনা বলে মনোয়ারা দাবি করে। টাকার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে থাকে। টাকা দিতে না পেরে তিনি এলাকা ছাড়া হন। এই রকম আরো ৫/৭জন পালিয়ে গেছে মনোয়ারার অত্যাচার সহ্য করতে না পেরে।মানববন্ধনে এলাকার লোকজন নানা স্লোগান দিয়ে বলেন, মনোয়ারার এক ভাই নাকি এসপি, আরেক ভাই ওসি; এই ভয় দেখিয়ে মানুষের জিনিসপত্র নিজের জিম্মায় নিয়ে নেয়। ফলে ক্ষতিগ্রস্থরা কোন আইনি পদক্ষেপ দিতে শাহস পায় না। এখন মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। বাধ্য হয়ে সারাধণ মানুষ রাস্তায় নেমেছেন। তারা এই মনোয়ারার অত্যাচার থেকে পরিত্রান চান। ওই মানববন্ধনে ছাত্রলীগ নেতা সাঈদ সরদারও এলাকার অন্দোলনরত মানুষের পাশে দাড়িয়ে মনোয়ারার বিচার দাবি করে বক্তৃতা করেন। মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তাদের হাতে প্লাকার্ড ও ফেস্টুন ছিলো।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *