শহিদ জয়, যশোর প্রতিনিধি : স্ত্রীকে বিষ পানে হত্যা করার পর এখন শ্বশুরবাড়ির লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে যশোর শহরের স্টেডিয়ামপাড়ার কুখ্যাত সন্ত্রাসী শেখ সাহাবুর রহমান সাবু (৪০)। হত্যাসহ ১০ মামলার আসামি এই সন্ত্রাসীর ভয়ে এখন তটস্থ শ্বশুর মোবারক গোলদার। কাজের জন্য বাড়ির বাইরেও যেতে পারছেন না।’এমন সব অভিযোগএনে গত শনিবার যশোর কোতয়ালি থানায় জিডি করেছে মোবারক গোলদার। জিডি নম্বর-১৮০, তারিখ-০৪-১২-২০২১। জিডিতে সাবুসহ তিনজনের কথা উল্লেখ করা হয়েছে। তিনি শহরতলীর খোলাডাঙ্গা মধ্যপাড়ার বাসিন্দা।

