যশোর অফিস : ৭শ’ গ্রাম গাঁজাসহ মিলন হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার তেঘরিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মিলন হোসেন ওই গ্রামের ইয়ার আলীর ছেলে। ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানিয়েছেন, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তেঘরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযানে যান। এসময় ওই গ্রামের মোসলেম মোল্লার বাড়ির পিছন থেকে মিলনকে ৭শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এই ঘটনায় আটক মিলনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

