সমাজের আলো : যশোরের চৌগাছার পাতিবিলা গ্রামের ঠান্ডু মেম্বর হত্যা মামলায় ফারুক হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে অপর দুই আসামির রিমান্ড নামঞ্জুর হয়েছে।রোববার অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ রিমান্ড আবেদনের শুনানী শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা ফারুক হোসেন পাতিবিলা গ্রামের মুছফেরের পালিত ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ঠান্ডু মেম্বারের সাথে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসাছিল। গত ২১ ফেব্রুয়ারি রাতে পাতিবিলা বাজারে আসামি টিটোর চায়ের দোকানের সামনে ঠান্ডু মেম্বরকে পেয়ে আসামি কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ছেলে টিংকু পারভেজ বাদী হয়ে ২১ জনের নামউল্লেখসহ অপরিচিত ১০/১৫ জনকে আসামি করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাচ্চু শেখ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক, আব্দুল খালেক ও তোতাকে আটক করে ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রোববার আসামিদের রিামন্ড আবেদনের শুনানী শেষে বিচারক আসামি ফারুকের একদিন ও অপর আসামি আব্দুল খালেক ও তোতার রিমান্ড নামঞ্জুরের আদেশ দিয়েছেন।

