যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জোর করে জমি দখল, বাড়ি ভাংচুর, লুটপাট, হত্যাপ্রচেষ্টাকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ঝিকরগাছার উজ্জ্বলপুর গ্রামের একটি পরিবার। গতকাল রোবাবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তম কুমার পাল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের গনেশ চন্দ্র পালের ছেলে উত্তম কুমার পাল, সুকুমার পালের ছেলে গোবিন্দ ও গোপাল পাল, কার্তিক পালের ছেলে বিশ্বজিৎ ও ইন্দ্রজিৎ পাল হীরালাল পালের মেয়ে স্বরস্বতী ও চায়না রানী পাল ও আলীপুর গ্রামের নূর বক্সের ছেলে জামশেদ আলী দীর্ঘদিন ধরে ৭২ শতক জমি ভোগ দখল করে আসছে। এ ৭২ শতক জমির খতিয়ান নম্বর ৩৮৮, ৩৬১, ৬৫৮ ও ১১১৯। যার পৈত্রিক ও রেকর্ডসূত্রে জমির খাজনা দিয়ে আসছেন।
অথচ এই জমির উপর জোর করে রাস্তা তৈরির জন্য দীর্ঘদিন ধরে একই এলাকার মোহাম্মদ আমিন, মহব্বত আলী, রহমত আলী ও আব্দুর রহিমের নেতৃত্বে সত্যপদ বিশ্বাসের ছেলে জগন্নাথ বিশ্বাস, সন্তোষ বিশ্বাসের ছেলে নিমাই বিশ্বাস, মৃত শ্যামপদ বিশ্বাসের ছেলে রনজিৎ বিশ্বাস ও সন্তোষ বিশ্বাস, পরিতোষ বিশ্বাসের ছেলে শুভদেব বিশ্বাস, মৃত রবিউল ইসলামের ছেলে শওকত ও মিন্টু মিলে পায়তারা চালিয়ে যাচ্ছে। তাছাড়া উত্তম কুমার পালসহ জমিতে দখলভোগীদের হত্যার হুমকি দিয়ে আসছে। একই সাথে তাদের উপর দেশীয় অস্ত্র হামলা করে। এ ঘটনায় জামশেদ আলী কোর্টে মামলা করেছেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করেন। পরে আসামী কোর্ট থেকে জামিনে এসে আবারও হত্যার হুমকি অব্যাহত রেখেছে। এ ঘটনায় উত্তমসহ তাদের পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

