যশোর অফিস : যশোরে সাজ সকালে এবার প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম আশিকুর রহমান অপু (২৭) নামে এক হত্যাসহ সাত মামলার আসামী খুন হয়েছে।
পুলিশ জানায়,হত্যা মামলার আসামি আশিকুর রহমান অপুকে প্রতিপক্ষরা আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে যশোর শহরের খালধার রোড আমিনিয়া মাদ্রাসা মোড় এলাকায় প্রতিপক্ষরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, অপুর শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা অথবা ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়।
সকাল ৮ টার দিকে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ফরিদপুরে পৌঁছুলে অপু মারা যান বলে তার সাথে থাকা স্বজনরা পুলিশকে অবহিত করে।
স্থানীয়রা জানায়,বছর দুই আগের এই দিনে শহরের বড় বাজার এলাকায় (মাছ বাজার) পাপ্পু নামে এক সন্ত্রাসীকে অপু হত্যা করেছিল।সেই হত্যার প্রতিশোধ নিতে আজ সকালে একই শফিকুলের ছেলে কুদ্দুস, সাগরের ছেলে সৈকত, কুটি মিয়ার ছেলে ইয়াদ আলী ও একই এলাকার কুদরত তাকে কুপিয়ে এবং গলা কেটে দেয়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতের খালা সেলিনা বেগমের সামনে এই হামলা চালায় সন্ত্রাসীরা।
নিহত অপু শহরের খালধার রোড এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহত অপুর বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা রয়েছে।যষোর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো মনিরুজ্জামান বলেন, জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *