যশোর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঝুমঝুমপুর সদর দপ্তর থেকে যশোর,গোপালগঞ্জ ও নড়াইল জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। এর মাধ্যমে ৩০ জানুয়ারির মধ্যে প্রায় এক হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজিবি সূত্রে জানা যায়,এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে ৮ দশমিক ৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি আসনে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বাকি নড়াইল জেলার বিভিন্ন আসনে শুক্রবার (৩০ জানুয়ারি) আরও ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও ভোট কেন্দ্র রেকি কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন চলাকালীন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করার পাশাপাশি নিয়মিত জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে।
বিজিবি আশাবাদ ব্যক্ত করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যশোর ব্যাটালিয়ন সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *