সমাজের আলো :  যশোরের অভয়নগর উপজেলায় এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে চাঁদাবাজীর অভিযোগে আরেক নারীকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। আটক শাহিনা আক্তার ওরফে আছিয়া ওরফে শাহানাজ পারভিন খুলনা জেলার ফুলতলা উপজেলার পুগ্নিপাশা গ্রামের মৃত খোসদেল মোড়লের মেয়ে ও মৃত আব্দুস সালাম সিকদারের স্ত্রী। পরে তাকে আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। শনিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, বাদী ও বাদীর চাচা টাকা পয়সা ধার দেনার বিষয় নিয়ে গত ১৮ আগস্ট আসামির বাড়িতে যায়। শাহিনা দরজা খুলে তাদেরকে বসতে দেন। কিছু সময়ের মধ্যে পাশের রুম থেকে দুইজন যুবক সেখানে এসে। এরপর বাদী ও তার চাচাকে মাদক ব্যবসায়ী বলে আখ্যা দিয়ে মারপিট শুরু করে। এসময় তারা খুলনার আ লিক ভাষায় কথা বলছিলো। তাদের একজনের হাতে হাতকড়া ও দুজনের মুখেই পুলিশের লোগো সম্বলিত মাস্ক পরে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাদীকে তল্লাসির নামে পাশের ঘরে নিয়ে যায়। এসময় আসামি শাহিনা ওপাশ থেকে দরজা আটকে ভালো ভাবে তল্লাসি করার হুকুম দেয়। এরপর বাদীকে তল্লাসির নামের সমস্ত শরীরের কাপড় খুলে ফেলে। অজ্ঞাত ব্যক্তির কাছে থাকা মোবাইলে তা ভিডিও করতে থাকে। এরপর বাদীকে অজ্ঞাত ওই আসামি জোর পূর্বক ধর্ষণ করে। পরে অজ্ঞাত আসামিরা বাদী ও বাদীর চাচাকে একসাথে পাশাপাশি বসিয়ে তাদের জামাকাপড় খুলে ফেলে অশ্লীল ভিডিও করে। এরপর প াশ হাজার টাকা চাঁদাদাবী করে আসামি শাহিনা সহ অজ্ঞাতরা। শেষ মেষ ৩২শ’ টাকা ছিনিয়ে নেয় ও বাকী টাকা না দিলে ওই সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তিতে বাদী পরিবারের সাথে কথা বলে ২১ আগস্ট অভয়নগর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও দুইজনকে আসামী করা হয়েছে। মামলার পর পুলিশ আসামি শাহিনাকে আটক করে আদালতে সোপর্দ করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *