শহিদ জয়, যশোর প্রতিনিধি : যশোর বেনাপোলে পারিবারিক কলহের জের ধরে কাগমারী গ্রামে ভাতিজার হাতে চাচা মগর আলী খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার রাত নয়টার দিকে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।

গ্রামবাসী সুত্রে জানাগেছে, দীর্ঘ দিন ধরে নিহত মগর আলীর সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আপন ভাই আরব আলীর সাথে কলহ চলছিল। রাত সাড়ে ৮ টার দিকে নিহত মগর আলী বাড়ীর পাশে চায়ের দোকানে বসেছিল।

এসময় আরব আলীর ছেলে হারুন ও তার ছেলে সোহেল করম আলী হুমকি ধামকি দেয়। মগর আলীও গালিগালাজ করতে করতে বাড়ীর দিকে আসছিল। এসময় সোহেল মগর আলীকে ধারালো চাকু দিয়ে পেটে ও বুকে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মানুষের চিৎকারে মগর আলীর ছেলে ও পোতা ছেলে ছুটে আসলে তাদেরকে পিটিয়ে আহত করে তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *